আমার হৃদয়ের পিপাসা

সব সময়ই আমার হৃদয়ের পিপাসা কোন্ দূর দ্বীপের স্বপ্ন দেখে
লেবুফুলের গন্ধ নিয়ে রাত্রির জন্ম হল
বিকেলের ম্লান আলোয় কারা যেন শব বহন ক’রে নিয়ে যাচ্ছে
শীতের গভীর রাতে প্রান্তরের কিনারে ট্রেনের হুইসেল অন্ধকারে ডুবে গেল
বৈশাখের দুপুরে ভিখিরি বাদামগাছের ছায়ায় ঘুমিয়ে আছে
হেমন্তের সন্ধ্যায় বিক্ষত আনারসের গন্ধ- ঘাসের নির্জনতা
নদীর ও-পারে নগরীর-মতো-বিশাল চাঁদের উজ্জ্বলতা
অনেক দূরে আবছা ভাঙা বাড়ি (সন্ধ্যার এক টুকরো সমুদ্রের মতো)-
যে-বাড়ির তরুণীরা আজ মরণের দিক-দিগন্তে
(বৈতরণী’র নীল রেখার মতো)
এই সমস্তই নিঃশব্দতা
আমার জন্য প্রতীক্ষা করছে।