আমি

আমি
অনেক বিয়োগ মৃত্যু বুঝিয়াছি- বেদনা গভীর
অনেক জেনেছি আমি- তবু স্তব্ধ স্থির
র’য়ে গেছি
শুধু-
অন্ধকারে শেষ রাতে এক দিন ঘুম ভেঙে যায়
সারা রাত পাশাপাশি শুয়েছিল কে যেন বিছানায়
সারা রাত পাশাপাশি একটি বছর ধ’রে, হায়
তবু তার মুখ আমি দেখি নাই- চাই নাই
আমি ভালোবাসি নাই তারে
হিম- কষ্ট- অন্ধকারে তার উষ্ণতারে।

কোথায় সে চ’লে গেল? আমারই বিধবা যেন- সুন্দর একাকী
ভালোবেসেছিল যারে- সে যে ছায়া- সে যে মৃত- মৃত, মৃত না-কি!
সংসর্গ তারে খোঁজে- ভালোবাসা খুঁজে যায়- তারপর কুড়ানির মতো
গরিব বিধবা মোর, হে বছর, শুধু পাতা শুধু খড়ে তৃপ্তি পেয়েছ তো?