আমি সেই ঘুমের কিনারে

আমি সেই ঘুমের কিনারে এসে উপনীত- ক্রমে-
হেমন্তের অন্ধকারে এসেছে মরমে
পাখিদের মৌন ব্যবহার
ভাঙা-ভাঙা থামের মতন
আঁকা-বাঁকা নদীদের মন
যেন কলকাতা-বেবিলন
স্বপ্ন শুধু;-যেন চিল বুঝিতেছে সূর্যাস্ত-আভার।
এক দিন ওঠে নি কি আকাঙক্ষায় জ্ব’লে?
এক দিন তুমিও তো নাগরিক হলে
ইশাকের মরখুটে ঘোড়ার মতন
তবুও আকাশ গেল বাদুড়ের আকিরণে ভ’রে
ধূসর মাটির পথ ধ’রে
বুনোহাঁসদের পিঠে চ’ড়ে
অরণ্যের নারীমুখে ঝুঁকে তুমি র’বে অকারণ।