আমিও তোমার মতো

আমিও তোমার মতো অনেক আশ্চর্য কাজ সমাধান হয়ে যায় ভাবি
যদি তাতে পবিত্র গুম্ফার থেকে বায়ু
আলোড়িত হয়ে এসে স্পর্শ করে- শতাব্দীর নিষ্কর গ্রন্থের থেকে ক্রমে
অবসাদ জেগে উঠে- মাঝরাতে- শীর্ণ এক ভূতের মতন
আমার দু’ কাঁধে দুই শ্বেতসার আলোকের মতো
ডানা এল- টের পাই;- পৃথিবীর সব চিন্তা অন্ধকার জলের মতন
তাই আমি দাঁড়ায়েছি আকাশরেখার মতো একা
দূরতম দিকহস্তীদের চোখে বিস্মিত বিম্বের মতো জেগে
কোথাও দানবী ডেকে গেছে ব’লে তুলটের ব্যবহার কলমের প্রগলভতা সব
বাথরুমে বৃশ্চিকের জন্য রেখে;- মানুষের সব কাজ, বৃক্ষ, নদী, মনীষীর হাত
অশরীরী বাতাসের মতো এসে চ’লে যায় নিরক্ষর সমুদ্রের দিকে।