পাণ্ডুলিপির কবিতা-১০
"পাণ্ডুলিপির কবিতা-১০" কবি জীবনানন্দ দাশ এর একটি কাব্যগ্রন্থ যা ২০১০ সালে প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেছেন ভূমেন্দ্র গুহ ও প্রকাশক ছিলেন প্রিয়ব্রত দেব। কবির মৃত্যুর পর ১৯৫৮ সালে সম্পাদক ভূমেন্দ্র গুহ কবির বাড়ি থেকে ট্রাঙ্ক ভর্তি কিছু পাণ্ডুলিপি তার বাসায় নিয়ে সংগ্রহে রাখেন যেখানে ১৪টি পাণ্ডুলিপি ছিলো এবং ১৯৯৪ সালে কবির মৃত্যুর প্রায় ৫০ বছর পর কবির কন্যা মঞ্জুশ্রীর কাছ থেকে পাওয়া ৪৮টি কবিতার খাতার সমন্বয়ে জীবনানন্দের অপ্রকাশিত সব কবিতা সংগ্রহ করে মোট ১৪টি 'পাণ্ডুলিপির কবিতা' নামের কবিতাগ্রন্থ সম্পাদনা করেন। এটি কবিতাগ্রন্থ হিসেবে প্রকাশিত সেসব পাণ্ডুলিপির ১০তম কবিতাগ্রন্থ যেখানে মোট ১০৪টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- এ-স্থান কি ছেড়ে দেব
- পূরবী
- অন্ধকারে চুল রেখে
- সেখানে গম্বুজ এক
- পৃথিবীর মানুষের তরে
- কতিপয় লোক এসে
- মরীচিকা
- সকলেই পথ হাঁটে
- আজ এই পৃথিবীর
- ইস্পাতের মতো নীল নদী
- সাগরে নিজের তীক্ষ্ণ মহিমায়
- যদিও মণ্ডপে রোজই
- আমরা প্রবল অতি
- দেবাকৃতি দেখা যায়
- যখন বরাহ হল অবতার
- শঠতা
- হলুদ বোলতা
- প্রান্তরের অন্ধকারে
- কোনও এক জাদুকর
- তার পর তারে আমি দেখিলাম
- ঘুমন্ত এক রাজকন্যা
- হে সঙ্গীতকারী তরু
- ভিন্ন সূর্য: পঞ্চম অঙ্ক
- তোমার প্রশান্ত অহমিকা
- যেখানে দিনের আলো
- এই স্থূল হস্ত
- বিস্ময়ে সূর্যকে চেয়ে দেখেছিল
- বিবাহের রাত্রে
- কোনও এক নারীকে
- কখনও তিতির ডাকে
- মনে ভেবে গেছে সব
- সহসা ঝড়ের দিনে
- শ্লথ বুনুনির মতো
- এখানে সান্ত্বনা কেউ পায় নাই
- বায়ুর ভিতরে
- মৃত্যু
- নৃত্যের অবসর
- সর্বদা দুপুর-রাতে
- আমার দৃষ্টির পথে
- কেবলই হুল্লোড় আসে
- আবার উঠেছে জেগে
- কোথাও তোমার সাথে
- ফ্যাক্টরির পাশে
- এক দ্বীপের বাতাসে
- পৃথিবীর পথে
- জনতাহীন দেশে
- এখনও সে মনে জানে
- আমাদের সচেতন মনে
- মহোৎসব
- আজ রাতে
- নীলাভ নির্জন শূন্যে
- বড়ো-বড়ো জানালারা অনাবৃত
- এখন সময় হল
- আকাশে যখন রৌদ্র
- এই রাত্রে অবহিত
- আমাদের এই সব
- মনে হয় অনেক সময়
- তোমাদের বৃত্তের ভিতর
- এখন বাতাস আসে
- আমরাও অস্পৃষ্ট অঙ্গার
- এ-দেশের কী-যে নাম
- ঘাসের উপরে শুয়ে এইখানে
- এই মেয়েটির মুখে
- এক দিন পৃথিবীর
- অনেক গভীর ইচ্ছা
- পৃথিবীর ক্লান্তিহীন বাতাসের
- ঘড়ির ভিতর থেকে সময়কে
- এত তাড়াতাড়ি তুমি বুড়ো
- সর্বদাই চেয়ে দেখে
- অনেক সময় আমি
- শেয়ালের মৃত্যু
- আমিও তোমার মতো
- আমাদেরও প্রাণে
- অনেক সমুদ্র পাড়ি দিয়ে
- বিলুপ্ত যুগে
- এই সেই শীর্ণ- দীর্ঘ লোক
- আয়ুর সময়কাল
- যখন পাখিরা
- ১৩২৫-৪৪
- নিজের হৃদয়ে ডুবে
- আজ রাতে প্রথমেই মনে পড়ে
- হিম হাওয়া
- এখনও তোমার চোখে
- অঘ্রান
- কোকিল অনেক দিন ডেকে
- এখানে ঘুঘুরা পায় টের
- এই ঘর অবিকল
- আমাদের চোখের সম্মুখে
- বহু যাত্রা শেষ
- আলোকস্তম্ভ
- মিডিয়া
- উড়ুক্কু মাছের নাচে
- কোথাও রাত্রিতে এক সমুদ্রের পারে
- সবই গোলাকার
- এইখানে জানালায়
- যেইখানে জন্ম হয়েছিল
- চেয়ে দেখি
- এমন লোক-যে নেই
- সময়বিহীন এক ভাঁড়
- ওরা যারা শুয়ে আছে
- এ-পৃথিবী ঘুরে যায়
- আমার এ-হৃদয়ের
- আমি হাত প্রসারিত ক’রে দেই
- যেমন নিজের কোলে