আরও স্থির সত্য

আরও স্থির সত্য পাব অন্তরীক্ষ থেকে?
হয়তো-বা মানবের মন থেকে এই পৃথিবীর
কোথায় রয়েছ তুমি হে সত্য গভীর-
দুর্গম ছায়ার নিচে কোনও দূর অরণ্যের
লুপ্তপ্রায় ব্যাঘ্রের মনে;
ত্যক্ত বাড়িটির ঐ জানালার পর্দায় সারা-দিন বায়ু-আলোড়নে;
আকাশের মেঘভাঙা স্তব্ধতার নিচে
যেই সব তরণীর ভিজে কাঠ পান করে ধূসর বাতাস
কোনও মৌন সমুদ্রের সুষুপ্তিতে;
চেয়ে আছে যেই রুগ্ন নিঃসঙ্গ গোগ্রাস
শ্মশানের ঐ পারে- নীলিমার পানে;
যে হলুদ পাতা কালো মৃত্তিকায় প’ড়ে থাকে চির-দিন;-
তাদের নিহিত আত্মা যেন আরও স্থিরতর বিনিয়োগ জানে।