বাইরে হিমের হাওয়া

বাইরে হিমের হাওয়া
হেমন্তের হাত;
দরজা-জানালায়
অবিরাম রাতের আঘাত;
যত দূর আকাশের কালো চোখ যায়
অগণন নক্ষত্রের ফোঁটা-ফোঁটা বরফ ঘুমায়।

পৃথিবীর সব নদী
সকল সমুদ্র- আর সব রাজপথ ফেলে
এসেছে প্রেমিক এক-

চারি-দিকে ঠাণ্ডা ময়লা দেয়াল ও ঘর;
কক্ষ থেকে কক্ষের ভিতর
এঁকে-বেঁকে সিঁড়ি চ’লে গেছে।
শত-শত কিনার ঘুরিয়ে
সিঁড়িরা নিরবচ্ছিন্ন হয়ে
চ’লে যাচ্ছে অন্য কোথায়
প্রেমিককে আগলায়, তৃপ্তি চায়

পৃথিবী, মানুষ, প্রাণ, হেতু, অকারণ
নির্জন আঙুল তুলে করছে বারণ:
‘কোন কক্ষে যাবে তুমি সিঁড়ি বেয়ে
কোন দিকে যাবে?
এই সব সিঁড়িগুলো পার হয়ে শেষে
আদি শূন্য সিঁড়িতে দাঁড়াবে ফের এসে।’

জীবনের সময়ের বিশ্বের এক মানে
পথ ছাড়া নেই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।