বিপর্যস্ত সময়ের জালে

বিপর্যস্ত সময়ের জালে তুমি ধরা প’ড়ে গিয়েছ, হৃদয়
হে হৃদয়, তুমি কি সমুদ্রে ছিলে মাছ
চাঁদের আলোর মুখে হলুদ পাতার ভিড়ে হেসে
ডাইনি-চালানো এক সমাকুল গাছ

এখন হৃদয় তবে- অনেক আকাশপথে হিম মেঘে উড়ে
সন্ত্রাসে সহসা দেখে হংসমিথুন তার ডালে
আলোকিত বরফের মতন ডানায়
রাতের কানাচ ভ’রে ঘুমায়ে রয়েছে

যত দিন রাত্রির বড় গাড়ি চলে
এই কি জীবন- প্রেম- আরও দূর বরফের দিকে
শকটকে চির-কাল শকটের ঘর্ঘরের থেকে
তিরোহিত হয়ে যেতে ব’লে।