চারি-দিকে নীল হ’য়ে আকাশ ছড়িয়ে আছে

চারি-দিকে নীল হ’য়ে আকাশ ছড়িয়ে আছে দেখে
সগর ও অরণ্যের সুর শুনে শুনে
মানুষের জন্ম হয়েছিল প্রসবিনী পৃথিবীর
অন্ধকার নিরক্ষর প্রাণের আগুনে
বিহ্বল শীতের রাতে কবে।
তার পর কত দিনরাত্রির ক্ষয়
হ’য়ে গেল; অপ্রসর হৃদয়ের অপ্রসর নয়
প্রেম-অপ্রেমের মতো, আমাদের জ্ঞানরুচিহীন।