দেশ-সময়ের ক্রান্তি রাতে আজ (গান)

দেশ-সময়ের ক্রান্তি রাতে আজ এ-পৃথিবীর
এই নগরীর হৃদয় দ্যাখা যায়
পথে-ঘাটে মেঘে মনের বর্তিকাতে
সেই কি মিলাল
সব পৃথিবীর হারিয়ে যাওয়া আলো?

সে সব নারী নগরীরা চ’লে গেছে
পুনরুদ্যাপনের তারায় জ্ব’লে গেছে,
যারা স্ফীত অবহিত ছায়ার মায়ায় অকথিত
সকলে আজ নতুন ক’রে জেগে।
জলের কলরোলে রাত্রি-সংক্রান্তি হাওয়ায়
অপার ব্যথা অসীম প্রয়াস আশা ভালোবাসা
অশোক সাধনায়
নতুন সময় সৃষ্টি যন্ত্রগিরি জ্বালাল কি?
মৃত সূর্য অমর ক’রে জ্বালিয়ে নিতে চায়?

ভাঙা দেয়াল বস্তি ব্যথা ধূসর মিনার
নিভে যাওয়া ইতিহাসের ঊষর কিনার
নিভে গেছে- নিভে গেছে-
ভোরের চাতক চিলের সাগর একক এখন
ইতিহাসের জ্যোতির কল্পনায়।
অপার ব্যথা, অসীম প্রয়াস ইত্যাদি…

[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]