এখানে শিরীষে ঝাউয়ে

এখানে শিরীষের ঝাউয়ে বৈকালী কাক ফিরে যায়
আমি আর যাব না ক’ পৃথিবীর ঘরের ভিতরে
একে-একে নক্ষত্রেরা দেখা দেয়-নিরালা জোনাকি ভেসে আসে
সাড়া দিয়ে চ’লে যায় নিঃশব্দ গোরুর-গাড়ি আকাশ প্রান্তর ভেঙে
চুপে-চুপে কুয়াশায় যেতেছে মিলিয়ে
সোনালি খড়ের বোঝা বুকে তার-মুখে তার করুণার শান্ত অন্ধকার
ঘরে যাব-যাব না কি?-আমিও আমার?