ফসল ফলে না আর

ফসল ফলে না আর যখন এ-পৃথিবীতে- অঘ্রানের চাঁদ
যখন পাতে না আর আকাঙ্ক্ষার ফাঁদ
হেমন্তের কুয়াশায়- মাঠের ফাটলে
শিশিরের জলে
যখন গিয়েছে মুছে জীবনের রঙিন সময়
শান্তি বেশি দূরে নয়- মৃত্যু দূরে নয়
হাঁটিতেছিলাম মাঠে ধীরে-ধীরে- রং-ঝরা শালিখের মতো
হৃদয়ে ধূসর রক্ত
মনে হল: ভূমধ্যসাগর থেকে আরও দূর মালয় সাগরে
হৃদয়ে কেঁদেছে ক্ষুধা এক দিন প্রেতের মতন
ধূসর ফসল সব পৃথিবীর সোনার ভাঁড়ার ঘরে
ঘুমায়েছে কত কাল!- আমার ধূসরতম মন
তবু শান্তি পায় নাই-
তার পর হেমন্তের কুয়াশায়- মাঠের ফাটলে
শিশিরের জলে
ধীরে-ধীরে শান্তি আসে-