জীবনটা ভারি চমৎকার

জীবনটা ভারি চমৎকার চলেছে
স্বপ্নের হাতে নিজেকে ছেড়ে দিয়ে
পলাতক বুনোহাঁসের বাসার শুকনো কুটো ও খড়
দুপুরের বাতাসে সরসর করে
বসন্তের রাতে আকাশের তারার ঐশ্বর্যে নিজেকে উন্নত অমৃত ব’লে মনে ক’রে
এই জীবন;
এই জীবন: পরিত্যক্ত হাঁসের নীড়ের এই কয়েকটা খড় ও কুটো
ভুলে যায় নিজের স্যাঁতস্যাঁতানির কথা
জ্যালজেলে বুনোনির কথা
হাঁসের পালকের গন্ধমাখানো গভীর উষ্ণ সুস্থতার দিন নেই যে আর
যায় ভুলে
ভুলে যায়- হংস নেই
হংসীও আজ উড়ে গেছে
কোনও শাবক নেই
ডিম নেই
সম্ভাবনা নেই
মাকড়সার জালে
হিম কুয়াশার ফাঁসে আটকে গেছে সে- ভুলে যায়, ভুলে যায়
দুপুরের দূরবিসর্পিত দক্ষিণ হাতের বাতাস
বসন্তের রাতের কুহেলিকাহীন অনন্ত নক্ষত্র ভুলিয়ে দিয়ে যায় সব

পাড়াগাঁর সরল বালবিধবার মতো
এই জীবন;
অকারণে মিষ্টি মধুর হাসে
অকিঞ্চিৎকরের ভিতর ঘুরে-ঘুরে তৃপ্তি পায়- (তৃপ্তি পায়)
আঘাত পায় না
কিন্তু যখন পায়
পাড়াগাঁর স্থবির উদাসীন বটের বুকও মর্মর ক’রে ওঠে যেন
মর্মর ক’রে ওঠে
এই বালবিধবার আঘাতের ভিরমিতে
পাড়াগাঁর স্থবির উদাসীন বটের বুকও মর্মর ক’রে ওঠে
কত যুগের কত সহস্র বট কত সহস্র কঙ্কাল কোলে ক’রে
কাঁদতে থাকে যেন-
কত জোনাকির ফড়িঙের কঙ্কাল
কত পথিকের কত বেপথুমতীর আশার ও প্রতীক্ষার খটখটে খিন্ন কঙ্কাল
হাঁ-করা করোটি
হায়, হাঁ-করা করোটি
ফোঁপরা পিতৃমাতৃহীন খিন্ন কঙ্কাল
কোলে ক’রে কত যুগের কত সহস্র-সহস্র বট
কাঁদতে থাকে
সেই ক্রন্দনের কাঁপুনিতে
মেটে বাতির মতো ড্যাবডেবে হয়ে নক্ষত্রেরা যায় নিভে
বিশাল বসন্তের আকাশের নক্ষত্ররাও

(উপলব্ধি করি)- যাবেই তো নিভে
নক্ষত্রেরা আগুন গ্যাস গন্ধক শুধু
আমার আকাঙ্ক্ষায় ও স্বপ্নে
সুন্দর হয়েছিল
হয়েছিল অনির্বচনীয়- গরিমাময়- নাক্ষত্রিক-

জয় জয় আমার স্বপ্নের ও কামনার
কোটি-কোটি বৈজ্ঞানিক নক্ষত্রের উপর তাদের জয়
জীবনে আমার স্বপ্নের জয় হোক
বিজ্ঞান তার রক্তাক্ত দাঁত নখর নিয়ে যা-খুশি বলুক
বিশাল বসন্তের আকাশের নক্ষত্র বলতে আমি- আমি স্বপ্নাতুর যা বুঝি

আমিই বুঝি
অনন্ত তৃণমঞ্জরি
গাঢ় সবুজ দিকচক্রবাল-ঘেরা তৃণের দাম
নবজাত শিশুর মুখের গন্ধের মতো সুন্দর
প্রথম প্রসূতির মতো স্নেহবিমূঢ়- প্রেমবিহ্বল
এই অনন্ত তৃণমঞ্জরি বলতে আমি যা বুঝি তা-ই যেন বুঝি
আমাকে বোঝাবার জন্য
তোমাকে বোঝাবার জন্য
না জানি কোন্ গভীর আয়োজন
উদূখলের উন্মত্ত ফেনা-ও-কলরবকে রুদ্ধ ক’রে দিয়ে
বহু যুগ থেকে নিঃশব্দে চলেছে
কী ভয়াবহ
সৌন্দর্যের ও শান্তির কী ভীষণ নিস্তব্ধতা ও প্রেম!