জলের মতন সাদা রস

জলের মতন সাদা রস খেয়ে যে-সব ধূসর সেতু আমি
জ্যোৎস্নায় একা হেঁটে দূর থেকে দেখি
যেই দিকে পরিচিত লোক কেউ যায় না ক’ নামি
সেইখানে নেমে গেল সে কি!

তাহারে বোলো না আর বিজ্ঞানের অগ্রসর হল কত দূর
তাহাদের নিও না ডেকে পাখিদের প্রেমে
তাহার অবাধ চোখে নাশপাতি-জননীর মতন মধুর
হয়তো-বা নারী এক আসিতেছে নেমে।

গোপন প্রকোষ্ঠে যেন কবেকার শেফালির মতন মধুর
নারী এক তার চোখে আসিতেছে নেমে।