কে জানে পৃথিবী কোথায়

কে জানে পৃথিবী কোথায় নিভিবে ঘুরে
সজনের ফুলে কত লাখো যুগ গিয়েছে সাঁতার কেটে
বুন-বুন-বুন ছুটিয়া চলেছে নিথর তারার রাতে
ডোরাকাটা বাঘ শুনিতেছে ব’সে প্রিয় বাঘিনির সাথে
নদীর কিনারে- কানসোনা ঘাসে- মহুয়াগাছের তলে
ওদেরও জীবন মেধ নয় আর মায়াবীর জাদুবলে
একটি রঙের বিকার ঘুচায়ে মাছরাঙা হয়ে জ্বলে
সপাট রয়েছে লক্ষ বিষয়ী সাবানের গোলা ফুলে
লবেজান ঠেঙো চলে না ক’ আর কোনও দ্রাঘিমার দিকে
না দেখে স্বপ্ন- নামিয়ে ভাতের প্রবীণ ডেকচিটিকে
উপুড় করেছে রাষ্ট্র ভয়াল বিষুব রেখাকে টেনে
সময় নিশিত সচল রাবিশে বহিয়া চলেছে ড্রেনে

কে জানে পৃথিবী কোথায় নিভিবে ঘুরে…

ফলসানি ঢেলে কত লাখো যুগ গিয়েছে সাঁতার কেটে

বাঘের সঙ্গে হেঁয়ালির খেলা ছিল না তিমির রাতে
পারে না তবুও মানবকদের কুয়াশার সাথে এঁটে
পারিল না তবু মানবকদের কুয়াশার সাথে এঁটে