মাছির মতন

মাছির মতন
করি গুঞ্জরন;
পৃথিবীর সব মধুবিন্দু ফুরুলে
(মৌমাছিদের মতো পোড়ো ভিটের সর্ষে ফুলে-ফুলে)
আজও গাই গান;
তোমার সন্ধান
তবু নেই- নেই-

গান গাই- থেমে-থেমে কার্পেট বুনি;
সিঁড়িতে পায়ের শব্দ শুনি;
তোমারই পায়ের শব্দ- জানি আমি- তবু-
এ-গান শুনতে তুমি আসবে না কোনও দিন;
আসবে না কাছে;
সেই প্রেম,- বাসনা, প্রেমের শিশু- আজ ম’রে গেছে।
আসবে না তুমি।
চেরাপুঞ্জীর মেঘ জড়ো ক’রে একটি অপার মরুভূমি
সৃষ্টি করতে গিয়ে সময় ব্যর্থ হয়ে মানুষের হৃদয়ের কাছে
দেখেছে সে মরুভূমি আর সেই মেঘ পাশাপাশি শুয়ে আছে।