মরণ ঘন হয়ে উঠছে

মরণ ঘন হয়ে উঠছে আমার দেহের চার-দিকে
তার পর নিস্তব্ধ ধুলোর সমুদ্র এক দিন হেমন্তের সন্ধ্যাকে বলবে:
কিন্তু কী বলবে?
কিছু বলবে না।
কিছু বলবার নেই!