মৃত্যুই সন্তাপ

দাঁড়াবার দৌড়োবার শেষ নেই কোনও দিকে ভয়াবহ ব্যস্ততায় আজ।
কোথাও আঁধারে মাথা পেতে দিয়ে ব’সে থাকা পাপ।
তবুও সে ব’সে আছে যেন এক নিঃসঙ্গ কোকিল।
পাশের রাস্তায় মাঠে মানুষের কার্য-কলাপ।
দৈব দুর্বিপাকে তবু গুলি এসে বুকে লেগে গেল
কেউ তাকে মারে নাই- মৃত্যুই সন্তাপ।