নিউইয়র্কার

ছায়ার ভিতরে এক হোটেলের আলো দেখা গেল
হয়তো-বা সীন- লিফি- মিসুরি’র পারে
অনেক রক্তপথ- রাজপথ- নোনা পথ দিয়ে
অনেক হেঁটেছি অন্ধকারে

আমার হৃদয় থেমে মধ্যযুগের
শেষ ইন্দ্রধনুজাল মুক্ত ক’রে নিয়ে
ইয়াঙ্কি’র পরিপুষ্ট ফুলবাগানের
উদ্ভিদের মতন দাঁড়িয়ে

নিকটে নদীর শব্দ শোনা গেল
অথবা তা পাম্পের জলের জোয়ার
এই নদী- এই পাম্প- প্রশ্ন থেকে মুক্ত হয়ে আমি
ফ্লোরেসেন নামে এক নিউইয়র্কার।