নক্ষত্রের রাতে

যেই নক্ষত্রের রাতে তোমার হাতের স্পর্শ আমাকে জাগিয়ে তুলেছিল,
একমুঠো প্রেম সেই নক্ষত্রের তরে
কিছু কথা, কিছু গল্পও রেখে যাই।
যদি কোনও মন খারাপের দিনে স্মৃতিরা ভেসে ওঠে মনে
আকাশের পানে চেয়ে খুঁজে নেব তোমার চোখের ভাষা।

একমুঠো প্রেম থাক মেঘের আড়ালে,
চাঁদের গোপন ব্যথা লুকিয়ে আছে যেখানে
সেখানে তোমার চোখের কিছু মাদকতা যেও রেখে,
দৃষ্টির অতল গহ্বর থেকে-
আমি খুঁজে নেব তোমার কাজলের রঙ
কোনও এক রাত জাগা শ্রাবণের রাতে।

একমুঠো প্রেম থাক জোনাকির মনে,
তারা জ্বলা সন্ধ্যার ক্ষণে-
তোমার হাতের স্পর্শ জোনাকীর দেহে আছে লেগে,
বিষাদের ছায়া এলে আমার হৃদয়ে
তোমাকে স্মরণ ক’রে গভীর আবেগে
জোনাকির হৃদয় দেব ছুঁয়ে।

মুঠো-মুঠো ভালবাসা সবুজের বিছানায় শিশিরের অন্তরে দিয়েছি ছড়িয়ে,
যেখানেই তোমার ছোঁয়া আছে
পদ্মপাতার জল থেকে কলমির বুকের গভীরে,
প্রকৃতির নিঃশ্বাস থেকে বাতাসের মাতাল করা সুরে,
সেখান থেকেও তোমার প্রেম খুঁজে নেব আমি
পৃথিবীর সকল প্রাণে, সর্বস্থানে-
আমাদের ভালবাসা দেব ছড়িয়ে।