অমলা

অমলার জন্ম কবে হয়েছিল- এ-পৃথিবী জানে না ক’ আর
মৃত্যু তার হয় নাই মানুষের গোপন হৃদয়ে
পৃথিবীর সব আলো যখন নিভিয়া যায়
সঙ্কুল আগুন যেন নদীর উপরে ধীরে দহে

বিকীর্ণ আলোক যেন চ’লে আসে মানবের ঘরে
সুধীর গৃহের মাঝে নিভোনো মোমের ‘পরে বসে।
সকল দেশের সব পুরুষের চিত্তে যেন
রাজহংসী ম্লান এক নদী নিয়ে পশে।