অপার্থিব আলো

অপার্থিব আলো সব মুছে গেছে আকাশের থেকে
নিভে গেছে চাঁদের বিদেশে
মেঘের মতন কালো বাতাসেরা
গহন দুপুর-রাতে চলিতেছে ভেসে
গহন দুপুর-রাতে চলিতেছে ভেসে
আষাঢ়ের কোলে ব’সে শ্রাবণ-বোনেরে কাছে ডেকে

এখন ব্যাঙের জন্ম হয়ে গেছে হোগলা’র ধারে
বুনোহাঁসিনের জন্ম নদীর কিনারে;
অন্ধ চোখ- স্মৃতি নাই- শুধু ডানা- শুধু ঘাস-
(শুধু মেঘ)- শুধু রাত্রি- শুধু মৃত্তিকারে
হাঁস হয়ে ঠোকরাব- আধোঘুমে- সুস্বাদ আঁধারে।