পাখি

প’ড়ে গেল একেবারে আমারই ছায়ার কাছে ঘাসে-
দু’ মুহূর্ত আগেও যে সাদা নীল রঙের আকাশে

আরও দূর বেগুনি রঙের পানে যেতেছিল উড়ে
বেতের ফলের মতো টলমল দুই চোখ জুড়ে

নীল আশা ছিল ঢের- আমারই পায়ের কাছে ঘাসে
প’ড়ে গেল- ভাই বোন আর কেউ অসীম আকাশে

নাই তার? পেঁপের ফুলের মতো সুন্দর কোমল
শাদা বুক- বুকে রক্ত- রক্ত ঢের- চোখে তবু জল

নাই তার; পাখনা মেলিতে চায় অসীম সাহসে
আমারই পায়ের কাছে নীল ঘাসে- শিশিরের রসে

এই পাখি এই রং- সাহসের আকাঙ্ক্ষার রূপ
অগাধ আঁধারে ধীরে ডুবে যায়- হ’য়ে যায় পালকের স্তূপ।