হৃদয়ের গরিমা

কী নিয়ে বিষয় করা পৃথিবীতে?
মানুষের হৃদয়ের গরিমা কোথায়?
এই সব কথা ভেবে হেমন্তের দিন
এখুনি ফুরাবে কুয়াশায়।

আমার শৈশব দেখে পিতৃব্যের মনে হয়েছিল
এ-মানুষ গেয়ে যাবে কৃকলাস-আগুনের গান
তবুও যৌবন এল ঢেঁকির মতন
অন্ধ গহ্বরের তরে কুটে গেল ধান

ফিতেকাটা পথ ছেড়ে আকাশের নিচে
সমূহ সময় নিয়ে চলেছি মালিক
রাত একটায় দ্বারে হাতল ঘুরাতে
অক্ষি তবুও তার প্রিয় শারীরিক

রূপ ধ’রে নেমে আসে সম্রাটের মুণ্ডে মুদ্রায়
মুণ্ডের দক্ষিণ কানে এ-সব জটিল তর্ক ছেড়ে দিয়ে তবু
চায়ের ভিতরে এক পেয়ালার দেখা পাওয়া গেল
কোনও এক অবিকল ব্রহ্মাণ্ডের মানে

কলমকে তরবার মনে ক’রে নিয়ে
হৃদয়কে রোবো ভেবে- সমাজকে সঙ্গীতের স্কুলে
মনস্বিনী টের পেয়ে- টেবিলের ডিশ’এ নাশপাতি
প্রত্যাগমন করি পুনরায় অরণ্যের নাশপাতি ফুলে।