সারা-দিন আমি কোথায় ছিলাম (গান)

সারাদিন আমি কোথায় ছিলাম, আলো
এই জীবনের ইতিহাসে আমি আগে
তোমাকে কখনো দেখিনি, তবুও দেখেছি
সূর্যে যখন আকাশি গ্রহণ লাগে
পৃথিবী মলিন হয়
হৃদয়ে গ্রহণ নয়
আলোর অশোক ঝর্নার মতো কাঁপে
সব মুখে সব শোকে সব পরিতাপে
তোমার শরীর সমাসূর্যের ধারা
আঙিনা ছড়ানো ম্লান পায়রারা
আলো হ’য়ে ওঠে ঘুম-
ঘুমনগরীর রাজার কুমারী জাগে।

[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]