সারা-রাত মিশে থাক

সারা-রাত মিশে থাক আরও এক রাতে
উদ্যম কি হয় নি অনেক
চিন্তা নিয়ে জননীরা যেন আর আসে না প্রভাতে
বৃহস্পতি সপ্তর্ষি’র মনীষারে মুছে দিক অন্ধকার মেঘ

এ-পৃথিবী হোক এক সূচনার প্রথম পৃথিবী:
সন্ধ্যার সূর্যের রং যেইখানে মুছে যায় হাওয়ার আঁধারে
তার পর শোনা যায় দিকে-দিকে কালো-কালো মেঘের বিকাশ-
‘রাত্রি আর ফুরাবে না কোনও দিন’, ব’লে যায় হৃদয় আমারে।