সেই ফুল মেখে দেব আমি তার চুলে

সেই ফুল মেখে দেব আমি তার চুলে,
ভোমরার মতো এক বন খুঁজে বনের ভিতরে,
আমি উড়ে চ’লে যাব মসলিন দুই পাখা তুলে!
সে-ফুলের রেণু নিয়ে ফিরে এসে ঘরে
সেই ফুল মেখে দেব আমি তার চুলে;
ভোমরার মতো এক বন খুঁজে বনের ভিতরে
আমি উড়ে চ’লে যাব মসলিন দুই পাখা তুলে।

তথ্যকেন্দ্র। শারদ-সাহিত্য ১৪০৭