সন্ধিহীন, স্বাক্ষরবিহীন

কোথাও সূর্যের যেন নব-নব জন্ম ঘিরে
মরণ উড়িতে আছে শ্বেত পারাবত;
কোথাও নক্ষত্রহীন নিরাবিল রাত্রি নিয়ে
জীবন কি বৈতরণী-তরীর নাবিক?
পারাবত, পারাবত, তোমার হৃদয়ে শুধু রক্ত-বর্ণ ক্ষুধা!
যেইখানে বর্ণহীন নিস্তব্ধতা, তরঙ্গের প্রাণে কোনও অঙ্কুরের সুধা
ক্ষরিবে না কোনও দিন- সব প্রীত ভ্রমণকে শান্তি দিয়ে
চিত্ত যার শুদ্ধ অশ্রুহীনতায় সৎ।
আমাদের জীবনের নব-নব সূর্যগুলো কপোতকে দান ক’রে
আমরাও স্থির মেরু-নিশীথের নাবিকের মতন মহৎ
সততার দেখা পাব- সন্ধিহীন, স্বাক্ষরবিহীন।