শতভিষা নক্ষত্রের মন

বাদুড় আসিবে জেনে হৃদয় চায় না এখন আর রৌদ্রের আস্বাদ
সন্ধ্যার নদীর পারে ব’সে তার মসৃণ ডানার শান্তি আঁকিবার সাধ
গৌড়ীয় মঠের মতো শান্ত স্তব্ধ বিবর্ণ আকাশে
মুনিয়া’র নীল কান্না নিভে গেলে- দ্যোতনার মতো চ’লে আসে
বাদুড়েরা- জনহীন সমুদ্রের স্তব্ধতায় অকস্মাৎ মাস্তুল যেমন
তার স্তন স্পর্শ ক’রে রোমাঞ্চিত ক’রে দেয় শতভিষা নক্ষত্রের মন।