সময়ের সীমানায় এসে

কী ক’রে সে কোনও দিন র’বে আর স্থির
চোখে তার, চেয়ে দেখ, রূপসির মতন শরীর
ছায়া ফেলে হুলু করতালি দিয়ে বলে:
শেষ সাদা কুকুরের মদির কবলে
ধরা প’ড়ে গেছি আমি সময়ের সীমানায় এসে
চেয়ে দেখ, চেয়ে দেখ- তাহার মাথার চুল হেসে
শনের মতন সাদা হয়ে গেল অনড় আদেশে
সময়ের- দ্বৈপায়ন হ্রদের মতন তার চোখ
অসময়ে সেইখানে এক দিন মদির তক্ষক
বহু দিন বাস ক’রে তবু পুনরায়
নিজের নিয়মে ম’রে- বেঁচে উঠে- প্রমত্ততায়
প্রণয়িনী হরিণীর দেখা পেতে চায়
চারি-দিকে ন’ড়ে ওঠে মানুষের থুতমির কড়ি
গাধার মতন সব ক্ষুরধার কান
অত্যাচারে উঠিছে শিহরি:
সেই শঠ সঙ্গীতের মির্মির কোথায়
সাধারণ মানবীয় চতুরতা হতে সাবধান
কোন দিকে স্বর্গের লেলিহান সিঁড়ি
নরকের প্রাসাদের উঁচু খড়খড়ি
সেই মৃগীমানুষীর জুড়োবার স্থান!