সময়ের স্তর

অন্ধকারে আমাদের সবের আড়ালে যেন সময়ের স্তর
কাজ করিতেছে ধীরে
কোনও দূর সমুদ্রের থেকে যেন ভেসে আসে নিশীথের বাতাসের মতো
আমরা লুকায়ে তাহা অনুভব করি
সারা-দিনকার ক্লান্ত আর্ত ডান হাত যেন বেলার উপরে রাখি
ধীরে-ধীরে সৈকতের বালির উপরে রেখা কাটি- আধো-চেতনায়
যেন ঊর্ণনাভ আজীবন অন্ধকার জালের ভিতর থেকে ছাড়া পেয়ে
সামুদ্রিক কাঁকড়ার লঘু- লঘু ক্রীড়াময় জীবনের অনুভব পেল
হৃদয়-যন্ত্রের শব্দ আমাদের
সময়ের অগণন অন্ধকার ঊর্মি কুয়াশায়
অন্তরে সঠিক ঘড়ি খুঁজে পায় যেন- সব-চেয়ে শেষ ঘড়ি- স্নিগ্ধ ঘড়ি।