স্বতঃসিদ্ধ

এ-বার সকল নষ্ট হয়ে গেছে ব’লে কেউ গালের উপরে
হাত রেখে ব’সে আছে- পৃথিবীকে কনুইয়ের ভরে
চেপে রেখে- আমিও তাদের দলে যেন মনে হয়
সূর্যের আলোর নিচে যা কিছু নতুন হতে পারে
হয়ে গেছে- সেই সব অবতারদের সাথে দৃষ্টিবিনিময়
এখন দু’ চোখ চুপ ক’রে থাকে কালো চশমার অন্ধকারে

তবু এইটুকু আলো: আমার চোখের নিচে অসংখ্য ছাগল
মিশেছে ভেড়ার সাথে- মস্তিষ্কে রয়েছে তর্কবল
নিট দৃষ্টিকোণ থেকে আমি চিনে নিই সব
আমারও রয়েছে স্বর্গ- না হলে বানায়ে নেব এই সব ভেড়া’দের দিয়ে;
আমারও রয়েছে রসাতল
পাণিনি’র ভূত জানে স্বতঃসিদ্ধতায় আমি রয়েছি দাঁড়িয়ে
তাই ভেড়া স্বর্গে যায়- নরকের ভিতরে ছাগল।