শরীর সহে মন সয় না

“শরীরের নাম মহাশয়
যাহা সহায় তাহা সয়।”
শরীরে সহে মন না, মন-পবনের নাও ভেড়ে না
যাত্রী-রহিত বোঝা আমার মনের সহায় খোঁজা
শরীর সহে মন সয় না
মন-পবনের নাও ভেড়ে না
দেহের চূড়ায় জীবন ছাপ, পাল-পুচ্ছের দোলা
মনের চূড়ায় ফুল-ধাপ, বোঝার খেয়াল তোলা
শরীর সহে মন সয় না
মন-পবনের নাও ভেড়ে না।
দেহের বহর সান্ত্রী-সেনা, যাত্রী মাফিক পার
মনের বহর নাও-পবন, স্বপ্ন-রথী সার
শরীর সহে মন সয় না
মন-পবনের নাও ভেড়ে না।
সহায় সহের জীবন-দানা দেহের বোঝায় পায়
মনের সহায় একান্তজন বোঝার চোখে চায়।