সত্য আর অনৃতের আবছায়া

সত্য আর অনৃতের আবছায়া পড়েছে আকাশে
দিন আর রাত্রির অবিরাম বুনুনির মাঝে
বিকেলের পথে সিন্ধু প্রেমিকের চোখে
জেগে ওঠে মূর্ত মৎস্যরমণীর সাজে
আলোকিত বরফের মতো দূর বকের ডানায়
নীলিমা নিজের গান গায়
অথবা কি নরকের ডিণ্ডিম বাজে

যেন কেউ খুলে দেবে নিষিদ্ধ দুয়ার
যদি আমি ছায়া ফেলি ফড়িঙের ‘পরে
মাটির ফাটলে যদি ঘাসের শিষকে
চোখ বুজে নিতে পারি মনের ভিতরে
বনের তিতির ম’রে নিশিপ্রজাপতির মতন
যেই পথ দিয়ে করে বিষয়ান্তরে আরোহণ
সেই পথ- সেই পথ আমাদের দু’ জনার তরে।