তোমার প্রাণ আমাকেই চায়

জানি আমি আধো-অন্ধকার এক অধিত্যকায়
এখন তোমার প্রাণ আমাকেই চায়
ঘড়ির সময় দিয়ে আমার এ-জীবনকে মেপে
সমুজ্জ্বল কাঁচ দেখে গভীর আতঙ্কে উঠি কেঁপে
প্রতিটি নতুন ভোরে প্রাণবান আলো নেমে এলে
যত যাই- মনে হয়- আরও দূরে গেলে
যেন তুমি আরও দূর কুয়াশার ক্ষিতিজ রেখায়
তোমার চোখের জল স্ফটিকের মতো স্পষ্টতায়
আমার এ-হৃদয়ের হেঁয়ালিকে টিটকারি দিয়ে
দুপুরের নগরীর(ই) মাঝখানে রয়েছে দাঁড়িয়ে
ভিখিরিনি কিংবা কোনও গণিকার থুতমি যখন
নিতান্ত নিজের বিষে ভাস্করের হাতের তক্ষণ
সমস্ত শিল্পীর কাজ পণ্ড ক’রে সব পৃথিবীর
শ্রেষ্ঠতম পাথরের চেয়ে আরও অব্যর্থ বধির।