তুমি যদি ডাকো

তুমি যদি ডাকো তবে শ্রাবণের রাতে আমি মালয়-সাগরে
ভূতের জাহাজ থেকে আবার আসিব ফিরে পৃথিবীর ঘরে
আবার আসিব আমি মান্দ্রাজের রাত্রির বন্দরে
বর্ষা আর বিদ্যুতের সমাকীর্ণ চাবুকের দেশে

চ’লে যাব বাংলা’য় যেখানে শ্রাবণ এক অন্ধকার হাঁস
ফুল্লরা’র মুখে যেন বৃষ্টি আর আঁধারের নিবিড় প্রকাশ
আঁধার গাভী’রা খায় স্বর্গের রাত্রি আর ঘাস
চ’লে যাব বাদুড়ের মতো স্নিগ্ধ ডানার আবেশে।