ভোরের মানুষ

ভোরের মানুষ এক প্রান্তরের পথে একা ঘুরে
নিসর্গের কথা ভাবে পুনরায়
মীমাংসার পরিণতিদের কথা ভাবে
মাঠে জলে মাকড়ের জালে এই শিশিরের রূপ
কত দিন র’বে আর?
নেউল-ধূসর এই মাঠের ভিতরে হাঁস, ব্যাঙ, খরগোশ
মানুষের জীবনের নক্ষত্রের দোষ
পুনরায় ধূর্ততায় পৃথিবীতে পথ চেয়ে তবু- কত দিন
ষড়যন্ত্রহীন স্বচ্ছ এ-রকম প্রভাতকে রেখে যাবে
মানুষের সংসর্গলোলুপ
শরীরের অন্ধকার ঘাসে পাবে শিশিরের সূপ?