আট

আমার দুশ্চিন্তা নেই আমার দুশ্চিন্তারূপ সাতরং সাত সাত্তে
উনপঞ্চাশৎ
কাব্যটি প্রেরণ করে অপরের হাত দিয়ে যাও পাখি বোলো তারে
মরিবাঁচি ভাষা
আমার দুশ্চিন্তা নেই কহতব্য প্রাণরূপ নেই আছে দু কামরার বাসা
সপ্তরং তার মধ্যে লেপেচুবে একাক্কার মুখ মিথ্যা চক্ষুভরা রচনাটি সৎ
ধূলার বিদ্যায় বড় পারদর্শী ও কাঞ্চন দিবাকে আন্ধার করে
মণিটিকে করায় সিনান
সায়র পুষ্কর হ্রদ খিলিখিলি হাস্য করে,
চক্রবাক সারাবেলা ছোঁ মেরে হয়রান