করবীবনের কবিতা

ছাই ফুরোলো দুপুরবেলা, মেঘ কুড়োলাম মাঠে
প্রজাপতির দয়ার ভারে করবী সেই বোন
লজ্জা দিলো চোখে আমার, সুয্যি দিলো পাটে
মেঘ ফুরোলাম সন্ধ্যেবেলা সাঁঝ কুড়োলাম মন

অশোক পলাশ বন্ধু ছিল, ঢেউ দিয়েছে তাকে
মনের উপর জোর চলে না, করবী সেই মন
রাত কাটালো সঙ্গে আমার- (কীভাবে রাত কাটে?)
প্রথম দিন তো মেঘ বলেছি, ‘ভোর’ বলি এখন?