অগ্নিকাণ্ড

চলো অগ্নিকাণ্ডে জল টিন টিন বালতি বালতি সম্পূর্ণ পুকুর
ধাও ধাও সমরক্ষেত্রে ঢং ঢং দমকল তিন তিনখানা ইঞ্জিন
একযোগে ঘটনাস্থলে ছুটে যাও গেল গেল বাঁচাও বাঁচাও আশা ক্ষীণ
ইঞ্জিনের পিঠে মই লম্বা করো দাঁড় করাও বাড়ি ভেদ করে উঠছে ধোঁয়া
টিন টিন বালতি বালতি বাড়ির মাথায় ঢালো হোসপাইপ সম্পূর্ণ পুকুর
ছাদে ও কার্নিশে শিখা গায়ে শিখা বাতায়ন পথে মায় ব্যাঙ্কের সাইনবোের্ড
নীচের দোকানঘর তক্‌
ছোটবেলাকার খেলা ইটকাঠ সিঙাড়া ও বুলবুলি মস্তক
সবসুন্ধু কাঠ পুড়ছে চটপটাস রঙ গলছে লোহা পড়ছে বীম বীম
আগুন ছেলের হাতে মোয়া লাট্টু মোয়া
হড়িকুড়ি বাচ্চাবুড়ো দুদ্দাড় সিঁড়িতে ধুপ তা ধিন তা ধিন
ক্যাশবাক্সে রাখা প্রাণ নাগাল পাচ্ছে না দূরে হে সৌরমণ্ডল ঘুরছো
জলজ্যান্ত আগুনের রিং
রিং-মধ্যে লাফ দিয়ে এপার ওপার করছে
কবি বিজ্ঞানীর শব্দ দিনরাত্রিদিন…