তট

সমুদ্র, ধীবর, নৌকা, জল, অন্ধকার!
ঢেউ ছলাৎ, জলশক্তি, বয়া ও সৈকত।
দলবদ্ধ রাত্রি পাড়ি। লুণ্ঠন, তাকত।
একা শয্যা। ত্যক্ত নারী। ঢেউ, তুমি কার?

আকাশ। তারার পর তারা, হরির লুট…

ধাক্কা, ঝপ, হাবুডুবু, বৈঠামার, ভয়!

কে গেল? কার মাথা? সঙ্গী?

ছিল। আর নয়।
দিগন্তে মোটরলঞ্চ। টর্চ, উর্দি, বুট…

জলে রক্ত? কী ওখানে? বয়া নাকি মাথা?
নিঃশব্দ সমস্ত বয়া এক শিকলে গাঁথা

ভোরের সৈকত একটি মৃতদেহ পায়…

দুরেই, নারীটি নামে স্নানে, সাঁতরায়…

আসমুদ্র জলশক্তি, কিছু আসে যায়?