ভালবাসা


ভালবাসা পাব ব’লে
ভাল ত বাসিনে তারে!
চাইনে হৃদয় তার
আমি ভালবাসি যারে!
শুধু দে’খে সুখী হই-
তাই তারে ভালবাসি!
আমি ত তাহারি প্রেমে
কভু কাঁদি, কভু হাসি!


মিলনে কি সুখ বল
সে ত পুতিগন্ধ ভরা!
বিরহে পরম সুখ
পুলকে মাতায় ধরা!
মিলনে ফুরায় সব
নাহি থাকে ভালবাসা,
বিরহে সদাই বাড়ে
আকাঙ্ক্ষা, প্রাণের আশা!


দূর থেকে দেখে দেখে
কত সুখ হয় মনে!
দুর থেকে চেয়ে চেয়ে
কত সুখ আলাপনে!
না দেখিলে এক পল
বাড়ে কত আকুলতা!
দেখিলে পিপাসা বাড়ে,
প্রাণে বাড়ে কত ব্যথা!


সেইত প্রেমের সুখ,
আর যত সবি ভুল!
কামুকের ভালবাসা
শুধু যাতনার মূল!
চাইনে তেমন প্রেম
শুধু দেখিবার আশা!
কামনা কলুষ ছাড়া-
আমার এ ভালবাসা!