ভূল

গিয়াছিনু প্রিয়তমে, প্রেমের নিকুঞ্জ বনে,
রিক্ত করে ফিরে এ না পাইনু ফুল!
বাতাসে গিয়াছে ঝরে, নাই আর বৃন্ত’পরে
লাবণ্য মাটির সনে হয়ে গেছে ধূল!
দেখিনু সুগন্ধ তার, সমীর নিয়াছে ধার,
বিষাদে হৃদয় মোর মরু সমতুল!
প্রেম নাই, ফুল নাই, কি দিয়া পূজিব ছাই,
হ’ল না প্রতিমা পূজা হৃদয় আকুল!
ভাঙ্গা প্রাণে দেশে দেশে, ফিরিতেছি ম্লানবেশে
কে আর তুষিবে হেসে হয়ে অনুকূল!
হা প্রেয়সি, সুখে থাক, মনে রেখ, ভুলো না ক,
জীবনমন্দিরে তুমি আলোক অতুল!
প্রতিমা গড়িয়া ধূলে, ভেঙ্গেছি মনের ভুলে,
ক্ষমিও প্রেয়সি, আহা সকলি যে ভুল!