ভুলিলে কেমনে?


ভুলিলে কেমনে?
প্রাণের অধিক হায়, ভালবাসে যে তোমায়
কও প্রিয়ে, তুমি তারে
ভূলিলে কেমনে?
সেই প্রীতি, সেই স্মৃতি, সেই স্নেহ সুধা-গীতি
এখনো আমার হায়
পড়ে সদা মনে!
ভুলিলে কেমনে?


ভুলিলে কেমনে?
সেই মিলনের আশা, বুক ভরা ভালবাসা,
তুলনা নাহিক যার
এ তিন ভুবনে!
প্রাণে প্রাণে কত কথা, প্রাণে প্রাণে কত ব্যথা
বিচ্ছেদ মিলন কত
এ মরু-মরমে!
ভুলিলে কেমনে?


ভুলিলে কেমনে?
সেই হাসি, সেই খুসি, সেই ভালবাসা বাসি
বুকে বুকে মুখে মুখে
নয়নে নয়নে!
সে অতৃপ্তি সে পিপাসা, জাগায় প্রেমের আশা
কত সুখ দুঃখ সেই
প্রথম চুম্বনে!
ভুলিলে কেমনে?


ভুলিলে কেমনে?
নিঠুর কঠোর তুমি, হৃদি তব মরুভূমি,
নাহি দয়া, নাহি মায়া
গঠিত পাষাণে!
কেমনে ভুলিব!
এক বিন্দু স্নেহ তায়, নাহি কোথা হায় হায়,
এক বিন্দু অশ্রুকণা
নাহি সে পাষাণে!
ভুলিলে কেমনে?