বউ কথা কও


পল্লবের তলে অই কে লুকায়ে স্বজনি
উঠিল ডাকিয়া সুধা স্বননে!
বহিল পিযুষ ধারা মাইয়া অবনী
অই সখি, স্তব্ধ কুঞ্জকাননে!


সায়াহ্ন, শীতল বায়ু ঝুরু ঝুরু বহিয়া
চুম্বিছে কুসুম কত সাদরে!
তাহে সখি, অই পাখী সুধারাশি ঢালিয়া
পাগল করিয়া দিল আমারে!


এমন মধুর স্বরে কে গায় ও স্বজনি,
প্রকৃতির প্রাণে সুধা ঢালিয়া!
কি ব্যথা উহার প্রাণে জাগে দিবা রজনী,
থেকে থেকে কেন উঠে কাঁদিয়া!


উহার সে কণ্ঠ সুরে এ হৃদয় মোহিয়া
কি জানি কাহার স্বর ভাসিছে!
অতীতের ছায়া গুলি উঠিতেছে ভাসিয়া
শৈশবের কথা মনে পরিছে!


এমনি মধুরস্বরে সে গাইত স্বজনি
আমি শুনিতাম প্রাণ ভরিয়া!
মধুর চাঁদনীময়ী মধুমাখা যামিনী
নীরবে যাইত সখি বহিয়া!


দুজনে সরসী তীরে পাশাপাশি বসিয়া
হেরিতাম কত শোভা হরষে!
হাসিত মধুরে মরি কত সুখে ফুটিয়া
কুমুদ কহ্লার কত সরসে!


এমনি সুখেতে সখি, কত নিশি কেটেছি
সাধের সে স্বপ্ন গেছে ভাঙ্গিয়া!
যে কথা জন্মের মত হায় সখি ভু’লেছি,
কে দিল সে কথা আজি তুলিয়া?