মালা গাঁথা


জীবন ত শেষ হ’ল
সে ত আর আসিল না!
মালা গাঁথা বৃথা হ’ল
সে ত ভাল বাসিল না!
সারাটি জীবন ভরে
গেঁথেছি কত মালা!
আশা ছিল এক দিন,
দিব তারে প্রেম-ডালা!
সে আশা বিফল হ’ল
সে ত মালা লইল না!
জীবন ত শেষ হ’ল,
সে ত ভাল বাসিল না!


কত ঝঞ্ঝা, কত বজ্র,
স’য়ে স’য়ে প্রাণ মোর!
পথ পানে চেয়ে চেয়ে
ফেলিছি নয়ন পোর!
পাষাণ হৃদয় তার;
সে ত প্রেম বুঝিল না!
হৃদয় ছিড়িয়ে গেল,
তবু ভাল বাসিল না!
সারাটি জীবন মোর,
কেটে গেল হা হুতাশে!
সে ত আর আসিল না,-
মালা গাঁথি যার আশে!


মালার সে ফুল গুলি
একে একে ঝরে প’ল!
সূতা গাছি হায় হায়
শুধু মোর হাতে র’ল!
নিরাশা ব্যথিত প্রাণ,
অশ্রু নীরে সদা ভাসি!
সে করিল প্রত্যাখ্যান
আমি যারে ভালবাসি!
আমার এ দুঃখ জ্বালা,
কেহ ত রে বুঝিল না!
জীবন ত শেষ হ’ল!
সে ত আর আসিল না!


সেই সূতা গাছি হায়,
লয়ে আমি হৃদি প’রে!
ঝরা ফুল তুলে নিয়ে,
কেঁদেছি জীবন ভ’রে!
আমার সে শোক দুখ
আজো হায় ঘুচিল না!
কত সাধিলাম তারে,
সে ত ভাল বাসিল না!
তারি প্রতীক্ষায় মোর
কেটে গেল এ জীবন!
সে ত আর আসিল না,
কঠিন তাহার মন!


সে যদি না আসে পুনঃ!
কি আর করিব আমি!
জীবনে মরণে হায়
সে মোর হৃদয়-রাণী!
তারি কথা মনে করে,
নির্জ্জন সমাধি-ভূমে,
কত যুগ যুগান্তর,
রহিব গভীর ঘুমে!
সে যদি বারেক এসে
করে অশ্রু বরিষণ!
জীবন লভিয়া আমি,
দিব তারে আলিঙ্গন!