অপরিচিতা


কেউ দেখেছ কি তারে?
সে যেন কোথায় গেল কাঁদায়ে আমারে!
এই পথে এ’সেছিল,
এই পথে চ’লে গেল,
কোথায় লুকাল যে’য়ে কাহার দুয়ারে!
কেউ দেখেছ কি তারে!


কেউ দেখেছ কি তারে?
আমি যে তাহার কথা পাসরিতে নারি!
কোন পথে কোথা গেল,
কোথা যে’য়ে লুকাইল
আমারে করিয়া গেল পথের ভিখারী!


কেউ দেখেছ কি তারে?
কণ্ঠে তার ফুল মালা, হাতেতে বকুল-বালা!
কুন্তলে গোলাপ গুচ্ছ
মুখে সুধা ঝরে!
অধরে চপলা হাসি, উছলিছে রূপরাশি
কাহার ঘরণী সে যে
কোথা বাস করে!
কেউ দেখেছ কি তারে?


কেউ দেখেছ কি তারে?
নিতি নিতি আসে যায় দেয়না সে ধরা!
সুধালে কয়না কথা
প্রাণে যেন কত ব্যথা
পায়েতে অলক্ত তার শুভ্রবাস পরা!
এত করে সাধি তায়,
তবুও না ফিরে চায়
কঠিন হৃদয় তার পাষানেতে গড়া!
কেউ দেখেছ কি তারে?