সে আমারে ভালবাসে


সে আমারে ভালবাসে
আমি বাসি তারে!
মুখ ফু’টে ক’তে নারি, গুম’রে গুম’মরে মরি
সেও বাসে আমি বাসি,
থাকি দূরে দূরে!
সে আমারে ভালবাসে
আমি বাসি তারে!


আমারে দেখিতে সে যে
করে নানা ছল!
সে ও যে আমারি তরে, সদা উকি ঝুকি মারে
প্রাণের ভিতরে তার
ভীষণ অনল!
না দেখিলে ক্ষণ তরে
সে ও যে পাগল!


ফুটন্ত ফুলের মত
বদনে হাসির রেখা, নয়নে বিজলি লেখা
অধর অমিয় মাখা
দেহটি সোনার!
প্রভাতের আগে হেন
হাসিটি ঊষার!


ইচ্ছা হয় তারে নিয়ে
বনবাসী হই!
চাইনে এ লোকালয়, এ যে বড় বিষময়,
নিরালা বসিয়া দোহে
কত কথা কই!
শয়নে স্বপনে সদা,
বুকে বুকে রই!


শত লোকে শত কথা
ক’ক যত পারে!
কি হ’বে আমার তায়, এ হৃদি যে তারে চায়!
সে আমার, আমি তার
ভয় করি কারে?
সে আমারে ভালবাসে
আমি বাসি তারে!