‘বউ মেনিয়া’

নিউমোনিয়ায় ভুগে ভুগে কোন ক্রমে সেরে উঠে
বউ-মেনিয়া রোগে এবার বেড়ান দাদা ছুটে ছুটে।।

যেদিন বাপের বাড়ি গেলেন রাগ করে মোর বৌদিরানী
দাদা আমার শয্যা নিলেন ছেড়ে দিয়ে দানাপানি।
‘উঃ কী ঘন প্রেম’- বললে সবাই,
যতই বুঝাই আমরা ক’ ভাই,
শুকিয়ে ততই গোবর-গনেশ দাদা আমার হলেন ঘুঁটে।।

বউ-মেনিয়া রোগ সে ভীষণ। বউ বলে সে যাকে তাকে
যথায় তথায় ঠেসে ধরে, এমন কি ভীমরুলের কেক।
সেদিন পাড়ার ডোমনী বুড়ী
এসেছিল বেচতে ঝুড়ি
জাপটে ধরে বৌ ভেবে তার পায়ে দাদা পড়ল লুটে।।

(ওরে) দামড়া সে এক ছিল শুয়ে আরাম করে গলির মোড়ে
বৌদিরাণীর বেণী ভেবে (দাদা) কাঁদেন তাহার ল্যাজুড় ধরে!
বলে-ছাড় এ সংসার কোথা চলে যাও দীনহীন বেশ ধরি এ’
গিন্নী-ধরার ভয়ে দাদার
হল ক্রমে লোকের পথচলা ভার।
(ভয়ে) আসে না আর এ পাড়াতে কাবুলিওয়ালা ঝাঁকামুটে।।

(১৫২)