চোখ মুছিলে জল মোছে না বল সখি, এ কোন জ্বালা

চোখ মুছিলে জল মোছে না বল সখি, এ কোন জ্বালা
শুকনো বনে মিছেই কেন একলা কাঁদে ফুলবালা।।
হায়, যে বাহু-লতার বাঁধন হেলায় খুলে যায় চলি
বাঁধবে কি তায় আজ নয়নের জলে ভেজা এই ফুলমালা।।
কালবোশেখী মিছেই কাঁদে ফাগুন রাতের আপসোসে
মিছেই মরুর বুক ভেজাতে হায় শিশিরের জল ঢালা।।
গাইতে যে গান আপনমনে সকাল হতে সুর সাধা
আর কেন সই, এই অবেলায় শেষ করে দাও আর পালা।।

(১৩৭)